,

বিশ্ব কুষ্ঠ দিবস পালিত বগুড়ায়

বগুড়া,(এবিসি  ওয়ার্ল্ড  নিউজ২৪.কম):  “আত্মমর্যদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ” এ প্রতিপাদ্যকে সামনে  রেখে বগুড়ায় পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস।রোববার  বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় কুষ্ঠ কর্মসূচির স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়  দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় সিভিল সার্জন অফিস থেকে এক র‌্যালী বের হয়ে  শহরের কয়েকটি রাস্তা  প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।
র‌্যালী শেষে সিভিল  সার্জন চত্তরে  এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা: মো: শফিউল আজমের সভাপতিত্ব বক্তব্য  রাখেন,  ডা: সাইদুর রহমান, ডা: সমির হোসেন মিশু, ডা: সাজ্জাদুল হক, প্রমুখ।
সভায় বক্তারা বলে কুষ্ঠ রোগীকে দেখে অবহেলার কোন কারন নেই। সরকারী প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এ রোগের চিকিৎসার ব্যবস্থা করেছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে রোগ ভালো হয়ে থাকে।


More News Of This Category