সিরাজগঞ্জ ,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) : ‘যুদ্ধ না শান্তি চাই-অস্ত্রমুক্ত বিশ্ব চাই‘ শ্লোগানে প্যালেস্টাইনের গাজায় শিশু হত্যা বন্ধের দাবিতে জেলায় আজ শিশু-কিশোর প্রতিবাদ সমাবেশ ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজল-এ-খোদা লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কে. এম হোসেন আলী হাসানসহ শিশু-কিশোরেরা।
বক্তারা বলেন, জাতিসংঘসহ বিশ্ব বিবেকের প্রতিবাদ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী প্যালেস্টাইনে নিরপরাধ মুসলমান ও শিশুদের উপর হামলা নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। গাজায় তীব্র খাদ্য সংকটসহ অপুষ্টিজনিত কারণে হাজার-হাজার শিশু মারা যাচ্ছে। আমরা মানবতাবিরোধী অপরাধ মেনে নিতে পারছি না। আমরা শিশুদের জন্য সুন্দর ও শান্তিযোগ্য পৃথিবী চাই। বক্তারা অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধের দাবি জানান। সমাবেশে শেষে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।