,

রাঙ্গামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন

রাঙ্গামাটি, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম): জেলায় আজ দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রাঙ্গামাটি সদর উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ ও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে  দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো মোশারফ হোসেন খান। উপজেলা নির্বাহী অফিসার মো মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা প্রমুখ। দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৮ ম বিজ্ঞান অলিম্পিয়াডে ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


More News Of This Category