,

ভূমি অফিসে ভূমিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বাসস

ঢাকা,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম) : ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডি এবং লালবাগ সার্কেল ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান।ভূমিমন্ত্রী ধানমন্ডি এবং লালবাগ সার্কেল ভূমি অফিসে গিয়ে পরিচয় প্রকাশ না করে অপেক্ষমান ভূমিসেবা গ্রহীতাদের ভূমি অফিসের সেবার মান সম্পর্কে জিজ্ঞেস করেন এবং সেবার মান উন্নয়নে তাঁদের কোনো পরামর্শ আছে কিনা তা জিজ্ঞেস করেন। বিভিন্ন সেবাগ্রহীতাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ভূমিসেবা গ্রহীতাকে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ভূমিসেবা দিচ্ছে ভূমি অফিস।
এ সময় ভূমিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রীর আসার খবর পেয়ে সংশ্লিষ্ট এসিল্যান্ডসহ অন্য ভূমি কর্মকর্তারা বাইরে উপস্থিত হলে তাদেরকে সেবা প্রার্থীদের অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।পরে মন্ত্রী সার্কেলের ডিজিটাল সেবা ড্যাশবোর্ড এবং দাপ্তরিক দলিলাদি পরিদর্শন করেন।ট্রান্সফার দলিলের মাধ্যমে যেসব নামজারির আবেদন হয়, তা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার ব্যাপারে তিনি ভূমি কর্মকর্তাদের নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-তে আয়োজিত খুলনা জেলার রূপসা, ডুমিরিয়া ও ফুলতলা উপজেলার সাংবাদিকদের জন্য আয়োজিত বেসিক জার্নালিজম ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী সংবাদ মাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বর্ণনা করে উপস্থিত সাংবাদিকদের দায়িত্বশীল কলম সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার আহবান করেন।তিনি বলেন, উন্নয়ন কাজে কোনো ত্রুটি থাকলে তা সংবাদের মাধ্যমে তুলে ধরা উচিত, আবার উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে হলে তাও তুলে ধরা উচিত। প্রযোজ্য ক্ষেত্রে মূল সংবাদের সাথে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও তুলে ধরা দরকার।অনেক সময় সংবাদের প্রেক্ষাপট তুলে ধরা না হলে তা সংবাদকে ভুলভাবে উপস্থাপন করা হয় বলে মন্ত্রী উল্লেখ করেন।
পরে ভূমিমন্ত্রী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।


More News Of This Category