,

হবিগঞ্জে পিঠা মেলায় ৩ লক্ষাধিক টাকার পিঠা বিক্রি

হবিগঞ্জ ,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪..কম): চুইপিঠা, ভাপাপিঠা, ফুলঝুড়ি, পুলিপিঠা, নারিকেল বরফি। এ প্রচলিত পিঠার বাহিরে ও হরেকরকম পিঠার পসরা বসেছিল হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে। ২২জন উদ্যোক্তা তাদের শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে ক্রেতাদেরকে মুগ্ধ করতে মেলায় নিয়ে আসেন হরেক রকম পিঠা। উদ্যোক্তাদের সিংহভাগই নারী। আবার অনেক নারী পুরুষ লাইন দিয়ে দেখছেন এ বাহারী পিঠা। বিক্রিও হয়েছে ভালো। তিন দিনে ৩ লক্ষাধিক টাকার পিঠা বিক্রি হয়েছে এ পিঠা উৎসবে। শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তাদেরকে পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। এর আগে বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ পিঠা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। শুক্রবার রাতে সমাপানী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ সরকার বাঙালিকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলেছে। দেশের মানুষকে যার যার মত করে ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকান্ড করার স্বাধীনতা দিয়েছে। এ ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, পুলিশ সুপার আক্তার হোসেন, খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল প্রমুখ।


More News Of This Category