,

পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় ১০ জন নিহত

পেশোয়ার (পাকিস্তান),(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :   পাকিস্তানের উত্তরাঞ্চলে সোমবার প্রথম প্রহরে একটি পুলিশ স্টেশনে জঙ্গিদের হামলায় ১০ কর্মকর্তা নিহত হয়েছেন। উর্ধতন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে এ হামলা চালানো হলো। সেখানে প্রার্থী এবং দলীয় সমর্থকদের উপর ইতোমধ্যে কয়েক ডজন হামলা হয়েছে। খাইবার পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত গন্ডাপুর এএফপিকে বলেন, ‘৩০ জনেরও বেশি সন্ত্রাসী থানাটির তিন দিক থেকে হামলা শুরু করে। সেখানে উভয় পক্ষের মধ্যে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় হয়।’তিনি বলেন, ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান থানায় হামলায় ১০ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সীমান্ত এলাকাগুলো কয়েক বছর ধরে জঙ্গিবাদের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। সেখানে পাকিস্তান তালেবান এবং ইসলামিক স্টেট উভয় গ্রুপের যোদ্ধারা সরকারি স্থাপনা এবং নিরাপত্তা বাহিনীর কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। গন্ডাপুর এএফপি’কে বলেন, সোমবার প্রথম প্রহরে হামলা চালানোর সময় জঙ্গিরা স্বল্প সময়ের জন্য থানার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জঙ্গিরা থানাটিতে রাত দেড়টার দিকে হামলা শুরু করে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button


More News Of This Category