,

ফেনীতে ৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু আগামীকাল

ফেনী,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম):  জেলা শহরে ছয় দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে হচ্ছে আগামীকাল। ফেনী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এই বইমেলা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ফেনীর পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির আয়োজনে এ বইমেলা আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ৩টায় উদ্বোধন করার হবে বলে জানালেন- বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ফেনী ল’কলেজের অধ্যক্ষ এডভোকেট রাশেদ মাযহার।তিনি জানান- বইমেলায় ঢাকার সাহিত্যদেশ ও গ্রন্থকুটির, ফেনীর ভাটিয়াল প্রকাশনসহ ঢাকা, চট্টগ্রাম ও স্থানীয় বেশ কয়েকটি বুক স্টলও থাকছে।
আয়োজক কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আবু তাহের জানান- বইমেলায় উপলক্ষে শহিদ মিনারে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।


More News Of This Category