রাঙ্গামাটি,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা আওয়ামীলীগ,রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ। একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেযারম্যান সু-প্রদীপ চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারন মানুষের ঢল নামে। এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে আজ জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ কর্মসূচি পালিত হবে।