,

বগুড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বগুড়া,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম): “স্মার্ট হবে স্থানীয় সরকার ,নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হলো জাতীয় স্থানীয়  সরকার দিবস। জেলা প্রশাসনের আয়োজনে  এ এ উপলক্ষে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।  র‌্যালী শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের  উপ-পরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য  রাগেবুল আহসান রিপু । অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার  ফিরোজা পারভীন।


More News Of This Category