,

অগ্নিকান্ডে পুড়েছে ১১টি দোকান

লক্ষ্মীপুর,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম): জেলা সদরের জকসিন পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি  দোকান পুড়ে গেছে । আজ বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, বুধবার দুপুরে বাজারে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এতে ১১টি দোকানের মালামাল সম্পুর্ণ পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময় মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।


More News Of This Category