,

মূল্য তালিকা না থাকা ও অবৈধ মজুদের দায়ে জরিমানা লালমনিরহাটে

লালমনিরহাট,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম):  জেলার আদিতমারী উপজেলায় আজ মজুদ লাইসেন্স তদারকির পাশাপাশি  দোকানে পন্যের মূল্য তালিকা না থাকা,  অবৈধ মজুদ রাখা,  সঠিক মাপ প্রদান না করার দায়ে চারটি  দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  আজ বুধবার  দুপুরে আদিতমারী উপজেলার বুড়িরবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক  এএসএম মাসুম উদ দৌলা।  সহকারী পরিচালক  এএসএম মাসুম উদ দৌলা জানান, অভিযানকালে মজুদ লাইসেন্স তদারকির পাশাপাশি  দোকানে মূল্য তালিকা না থাকা,  অবৈধ মজুদ রাখা,  সঠিক মাপ প্রদান না করার দায়ে চারটি  দোকানকে মোট সাড়ে আটহাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষ যাতে একসাথে বেশি পন্য ক্রয় না করে সেজন্য তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়াও মজুদ লাইসেন্স না থাকলে মজুদ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


More News Of This Category