,

জাতীয় পাট দিবস পালিত নাটোরে

নাটোর,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম):   ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান। সভায় বক্তারা বলেন, সোনালী আঁশের বাংলাদেশ বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানী করে সর্বোচ্চ পাট রপ্তানীকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানী আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ। দেশের ৪০ লক্ষ জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাট চাষের উপর নির্ভরশীল এবং মোট জনশক্তির এক-তৃতীয়াংশ বিভিন্নভাবে পাট ও পাট পণ্যের উৎপাদন, পরিবহন ও বিপণন কর্মকান্ডে জড়িত।
বক্তারা আরো বলেন, পাট খাতের উন্নয়নে সরকার প্রজ্ঞাপন জারি করে ইতোমধ্যে ১৯টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করেছে। বর্তমানে পাট থেকে কম্পোজিট জুট টেক্সটাইল, ভিসকস, চারকোল, গ্রীণ টি, পাটের পলিথিন ইত্যাদি উৎপাদনের মাধ্যমে পাটের বৈচিত্রকরণ এবং সমৃদ্ধি অর্জিত হয়েছে। ভবিষ্যতে এই সমৃদ্ধি অর্জন আরো জোড়দার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।  সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, নাটোর জুট মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক শ্যাম সুন্দর আগরওয়ালা প্রমুখ।
এরআগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।


More News Of This Category