,

কাশিমপুরে ডাকাতির প্রস্তুত কালে  ৩ জন গ্রেফতার

কাশিমপুর (গাজীপুর) (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম):গাজীপুরের কাশিমপুরে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) এক প্রেসব্রিফিং এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার।মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে কাশিমপুরের লোহাকৈর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। উপ পুলিশ কমিশনার শামস মোহাম্মদ তোরাব আলী প্রেসব্রিফিং এ বলেন,
গতকাল রাত সাড়ে ৮ টার দিকে লোহাকৈর এলাকায় এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গুলিসহ ০১টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় কাশিমপুর থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় তিনি আরো বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃত ৩ আসামী হলেন, পাবনা জেলার সুজানগর থানার রায়পুর গ্রামের মৃত খবির উদ্দিন ও আনোয়ারা বেগমের ছেলে মনির মোল্লা ওরফে মনি মোল্লা(৩৮), বগুড়া জেলার গাবতলী থানার মাঝিপাড়া গ্রামের মৃত লৈমুদ্দিন বক্স ও মৃত তছিরনের ছেলে মোঃ বাদশা প্রামানিক, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর গ্রামের মৃত মহির উদ্দিন ও জমিলা খাতুনের ছেলে মোঃ রশিদুল ওরফে আল আমিন(৪২)

তারা প্রত্যকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থেকে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কাজ করে আসছিল।
উল্লেখ্য, গত ৩ মাসে কাশিমপুর এলাকায় ৩টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। যার প্রত্যেকটিতেই জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটে নেয়।


More News Of This Category