“তারিকুল জুয়েল, গাজীপুর” (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডট কম) :
গাজীপুরের কাশিমপুরে এক মাসের ব্যবধানে ৩টি বাড়ীতে ডাকাতির ঘটনার পর বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও।
মহানগরীর ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার ‘গাজীপুর গ্যালাক্সি ইন্টাঃ স্কুল” এ দুর্ধর্ষ চুরি হয়েছে।
রবিবার (২জুন) দিবাগত রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এসময় বিদ্যালয়ের জন্য ব্যবহৃত সিসিটিভি ও তার ডিভাইসসহ ল্যাপটপ, সাউন্ড বক্স ,সিলিং ফ্যান এবং কিছু আসবাবপত্রও নিয়ে যায়।
প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম প্রতীক জানান, চোরেরা রাতের আধারে স্কুলের বাউন্ডারি ডিঙ্গিয়ে অফিস কক্ষের তালার জ্যাক ভেঙে অফিস রুমে ঢুকে ওসব জিনিস নিয়ে যায়। পরে বেরিয়ে যাওয়ার সময় ভেতর দিক থেকে আটকানো মূল গেটের তালার জ্যাক ভেঙে বাহিরে চলে যায়।
এর আগেও জানালার গ্রিল কেটে আরো দুবার স্কুলে চুরি হয়। আগের দুটো ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা পায়নি।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান।
স্কুল খোলার সময় সকাল সাড়ে সাতটায় চুরির ঘটনা অবগতির পর জানানো হলে কাশিমপুর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী যখন ডাকাতি আতংকে ভুগছে ঠিক তখনই শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা আতংকিত।