“মোঃ আকরাম হোসেন”
(এবিসি ওয়ার্ল্ড নিউস ২৪ ডট কম):
ঈদ স্বজনদের সাথে করা উত্তম।তাছাড়া ঈদের সময় শহর ছেড়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য বাবার কবর সহ মৃত্যু ব্যাক্তি স্বজনদের কবর জিয়ারত করা যায়।একজন প্রকৃত সন্তানের এটা দায়িত্ব ও কর্তব্য।তাছাড়া রাজনৈতিক জীবন ও ব্যাক্তি জীবনে ব্যবসা সহ সকল কর্মে সততা থাকলে সফলতা লাভ করা সম্ভব।এমনটাই বললেন আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য ব্যবসায়ী বাদল শেখ।তিনি আরো বলেন সততা না থাকলে কোনো কর্মে সফলতা আসবেনা। আর সফল হতে গেলে বাঁধা বিপত্তি আসবেই।এই দেশ স্বাধীন করতে সময় লেগেছিলো দির্ঘ নয় মাস।তবে তার আগেও হয়তো স্বাধীনতা লাভ করা যেতো।যদি স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আলসামেরা এদেশের বিরুদ্ধে কাজ না করতো।ঠিক তেমনই আপনি আপনার লক্ষে পৌছাতে গেলে দূরের মানুষদের চেয়েও কাছের মানুষগুলোর ব্যবহার পাবেন ১৯৭১ সালের রাজাকারদের মত।তবে সবকিছু মোকাবিলা করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নেতৃত্বে এদেশ কিন্তুু স্বাধীন হয়েছে।তেমন আপনিও আপনার ব্যাক্তি জীবনে সবকিছু মোকাবিলা করতে শিখুন।মনে রাখবেন জ্ঞান দেওয়ার লোকের অভাব হবেনা,তবে আপনাকে সাহায্য করবে এমন লোক খুঁজে পাবেন না।আপনার চলার পথ আটকাতে সবার আগে এগিয়ে আসবে অতি আপনজন চিরচেনা মুখগুলো।সুতারং পিছে কে কি বললো সেটা না দেখে সততা নিয়ে মানবকল্যানের মধ্যদিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।মনে রাখবেন আল্লাহ সবকিছুর মালীক।রাত কে(দিন)আর দিনকে (রাত)করেন ওই মহান আল্লাহ রাব্বুল আলামীন।একটু পিছনের দিকে তাকালেই বুঝবেন।দয়ার নবী মায়ার নবী হয়রত মুহাম্মদ (সঃ) এর আপন চাচা আবু জেহেল তিনি যে কষ্ট নবীজীকে দিয়েছেন ততটা কষ্ট অপর কোনো মানুষে দেননি।ঈদ পরবর্তী সময়ে সকলের জীবন হয়ে উঠুক আলোকিত ও আনন্দময়।সুখী সুন্দর ও সচ্ছল হোক আপনার ও আপনাদের আগামীদিনের পথচলা এই কামনা করি।আপনি ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন।দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগীতা করুন।আপনার সাধ্যমত মানবের কল্যানে নিজেকে নিয়োজিত রাখুন।দলমত নির্বিশেষে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করুন।দেশের সকল শ্রেণী পেশার মানুষের মঙ্গল কামনায় আমি বাদল শেখ সদস্য আশুলিয়া থানা যুবলীগ।