বাসন থানার (গাজীপুর) (এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪ ডট কম):
জিএমপি বাসন থানা কর্তৃক বিপন্ন ঘোষিত বন্যপ্রানী চোরাচালানকারী চক্রের সদস্য গ্রেফতার, বিভিন্ন প্রজাতির একাধিক বিপন্ন ঘোষিত বন্যপ্রানী উদ্ধার।
অদ্য ২৭শে জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জিএমপি বাসন খানার চৌরাস্তা এলাকায় বিপন্ন বন্যপ্রানী চোরাচালানকারী চক্রের একাধিক সদস্য বিপন্ন ঘোষিত বিভিন্ন প্রকার বন্যপ্রানী দেশে ও বিদেশে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আটক রেখে ক্রয়-বিক্রয় ও পরিবহনের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম সেবা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জনাব শাহাদত হোসেন সুমা, বিপিএম-সেবা স্যারদের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) জনাব ফাহিম আসজাদের নেতৃত্বে এসআই সুরুজ্জামান, এএসআই ইব্রাহিম মিয়া, এএসআই নুরে আলমসহ বাসন থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে বিপন্ন বন্যপ্রানী চোরাচালানকারী চক্রের সাথে জড়িত ০৫ (পাঁচ) জন আসামীকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ০৩ টি বিপন্ন প্রজাতির হনুমান ও ১৫ টি বিপন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করে এবং বন্যপ্রানী পরিবহন ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় তারা দেশের বিভিন্ন এলাকা থেকে বিপন্নপ্রায় এসব প্রানী অবৈধভাবে আটক করে নিয়মিতভাবে ক্রয় বিক্রয় ও চোরাচালান করে আসছে। এই ঘটনায় বাসন থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা।
১। মোঃ মনজুরুল হক (৬০), পিতা মৃত মকবুল হোসেন, মাতা- ফিরোজা খাতুন, সাং- বাঘের বাজার
থানা- জয়দেবপুর,জেলা- গাজীপুর
২। ড্রাইভার মোঃ জাকির হোসেন (৫০), পিতা-নুরুল ইসলাম, সাং- চরনখোলা, থানা+ জেলা বাগেরহাট বর্তমার সাং- বড়ুয়া খিলক্ষেত, ঢাকা
৩। মোঃ লাল মিয়া (৪০), পিতা-মৃত আফাজ উদ্দিন, মাতা- জামেলা বেগম, সাং-গোবিন্দ নগর, থানা-নালিতাবাড়ী
জেলা- শেরপুর, এপি সাং- সালনা, সদর ৪। মোঃ জহুরুল ইসলাম, পিতা- নজরুল ইসলাম, মাতা- রেনু বেগম, সাং- মালিকুদা, থানা- বানারীপাড়া জেলা- বরিশাল, এপি, সাং- আউটপাড়া সিটি মেডিকেল এর সামনে, বাসন
৫। মোঃ মোফাস্সেল (৩৫), পিতা-মৃত শাহাজাহান, মাতা-মাজেদা বেগম, সাং-বুড়িরচর, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, বর্তমান-উত্তর যাত্রাবাড়ী, বৌ বাজার (রহিমা মঞ্জিল), থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।