,

সকল বিভাগীয়-জেলা ক্রীড়া সংস্থা ভেঙ্গে এ্যাডহক কমিটি

ডাকা এবিসি ওয়ার্ড নিউজ ২৫ ইইি২৪: রাজনৈতিক পট পরিবর্তনে দেশের ক্রীড়াঙ্গনেও যে বড় পরিবর্তন আসবে তা অনুমেয় ছিল। তারই ধারাবাহিকতা আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন দায়িত্বে এসেছেন ফারুক আহমেদ। এদিকে ক্রীড়া সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠ, সক্রিয়, সচল ও নির্বিঘœ রাখার প্রয়োজনে আজই দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক  চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ক্রীড়া সংস্থাগুলোতে সর্বজন গ্রহনযোগ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে এ্যাডহক কমিটি গঠন করতে হবে। নতুন এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেয়ার কথা বলা হয়েছে চিঠিতে।


More News Of This Category