(এবিসি ওয়ার্ড নিউজ ২৪ ডটকম): দলের স্কোরটাকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ষষ্ঠ উইকেট জুটিতে শতাধিক রানের জুটি গড়ার পর আউট হয়েছেন অর্ধশতক হাঁকানো লিটন দাস।এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৩ রান। লিটন ৭৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৬ রানে সাজঘরে ফিরেছেন। মুশফিকুর রহিম ১৫৫ বলে ৭ চারে ৬৭ ও খানিক আগে ব্যাটিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ ৫ বলে শূন্য রানে ক্রিজে আছেন।৫ উইকেটে ৩১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে টিম টাইগার্স। সকালে প্রায় ৫০ মিনিট অবিছিন্ন থাকার পর ভাঙে ১১৪ রানের জুটি। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে স্কয়ার ড্রাইভ করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন লিটন।