,

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, (এবিসি ওয়ার্ড নিউজ ২৪ ডটকম/এএফপি):মার্কিন বাহিনী শুক্রবার সিরিয়ায় অভিযান চালিয়ে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর একজন সিনিয়র নেতাকে হত্যা করেছে। মার্কিন সামরিক বাহিনী একথা জানিয়েছে।ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, আবু আবদুল রহমান আল-মক্কিকে টার্গেট করে এই অভিযান চালানো হয়। তিনি ‘হুররাস আল-দিন শুরা কাউন্সিলের সদস্য এবং সিরিয়া থেকে সন্ত্রাসী অভিযানের তদারকির দায়িত্বে ছিলেন।’
সেন্টকম বলেছে, ‘হুররাস আল-দিন সিরিয়ায় অবস্থিত আল-কায়েদার সহযোগী বাহিনী যা মার্কিন এবং পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে হামলা চালানোর সঙ্গে জড়িত।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর এর আগে বলেছিল, দক্ষিণ ইদলিব গ্রামাঞ্চলে একটি মোটর সাইকেলে ড্রোন হামলায় মক্কি নিহত হয়েছেন। তিনি নিজেকে একজন সৌদি নাগরিক হিসেবে পরিচয় দিতেন।
ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯শ’ সেনা রয়েছে। জোটটি ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখলকারী জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য গঠিত হয়েছিল।
আমেরিকান বাহিনী পর্যায়ক্রমে সিরিয়ায় আইএস-এর জঙ্গিদের আস্তানায় হামলা চালায়।


More News Of This Category