,

মেক্সিকোতে ভূমিধ্বসে ৯ জনের প্রাণহানি

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউস ২৪ ডটকম  ডেস্ক):মেক্সিকোর মধ্যাঞ্চলে চলতি সপ্তাহের শেষ দিকে ভূমিধ্বসে বেশকিছু পরিবারের বাড়ি ঘর চাপা পড়ে ৯ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।জাতীয় নাগরিক সুরক্ষা সংস্থা জনিয়েছে, শনিবার রাজধানীর কাছে সান লুইস আইয়ুক্যান গ্রামে এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে।
উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে ভূমিধ্বসে বিধ্বস্ত বাড়ি ঘরের মাটির স্তুুপের নীচ থেকে তিন জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
একই দিন একটি শিশুর মৃত্যু নিশ্চিত করা হলেও ঘোষিত ৯ জনের মধ্যে শিশুটিও ছিল কিনা তা পরিস্কার নয়।ওই গ্রামের প্রায়ই ১শ’ ৫০ জন লোক তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয় এবং এখন তারা আশ্রয় কেন্দ্রে বসবাস করছে।
মে থেকে নভেম্বর মাস পর্যন্ত বিশেষ করে বৃষ্টি ও হ্যারিকেনের মৌসুম হওয়ায় মেক্সিকোতে ভূমিধ্বসের ঘটনা সাধারণ ব্যপার হয়ে দাঁড়িয়েছে।


More News Of This Category