ঢাকা, এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম) :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে অতিদ্রুত অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অবস্থানকালীন প্রত্যেকে শিক্ষার্থীকে নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। যেসব শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদেরকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।