,

নীলফামারীতে তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি

নীলফামারী,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম) : জেলায় আজ তিস্তা নদীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে  স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকার জীবনযাত্রা ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপদসীমার ৪৭ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ব্যরাজ পয়েণ্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে দুই সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর দফায় দফায় পানি কমে বেলা ১২টায় তিন সেণ্টিমিটার ও সন্ধ্যা ছয়টায় ২০ সেণ্টিমিটার নিচে নামে। সোমবার আরও কমে সকাল ছয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৫ সেণ্টিমিটার এবং বিকাল তিনটায় ৪৭ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।এর আগে, গতকাল রোববার তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি গ্রামে ঢলের পানি প্রবেশ করে। এরপর থেকে পানি কমতে থাকলে সেদিন বিকেলে পরিস্থিতির উন্নতি হয়। সোমবার আরও পানি কমায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে এসব এলাকার জীবনযাত্রা।
নীলফামারীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, তিস্তায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সোমবার বেলা তিনটায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপদসীমার ৪৭ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।


More News Of This Category