,

বর্তমান সমাজে মোবাইলের মাধ্যমে অশ্লীলতার ছড়াছড়ি!

“জীবন আহমেদ” (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম):

বর্তমানে কম বয়সী কিশোর কিশোরী থেকে শুরু করে
মধ্যে বয়সী ও বয়স্কদের কাছেও রয়েছে এন্ড্রোইড স্মার্ট মোবাইল! এই এন্ড্রোইড স্মার্ট মোবাইলের যেমন উপকার রয়েছে, তেমনি এর ক্ষতিকারক দিকও রয়েছে! ক্ষতিকারক দিকের শুরুতেই বলতে গেলে বর্তমান সমাজে এই এন্ড্রোইড স্মার্ট মোবাইল দিয়ে বর্তমান সমাজের তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যে বয়সীরাও অশ্লীলতায় মেতে উঠেছে!
বর্তমান সমাজে তরুণ তরুণীদের পাশাপাশি মধ্যে বয়সীরাও অশ্লীলতার ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে ভাইরাল হয়ে এপপ্স থেকে টাকা ইনকামের লোভে পরে এসব নোংরামি, নষ্টামী ভিডিও বানাচ্ছে এবং নেট দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে!
ফেইসবুক, ইউটুব, টিকটক ওপেন করলেই এসব নোংরামি ভিডিও গুলো চোখে পড়ছে! এতে করে কিশোর কিশোরীরা এই নোংরামি ভিডিও গুলোতে আকৃষ্ট হয়ে পড়ছে!

অশ্লীল শর্ট ভিডিও!
অশ্লীল টিকটক ভিডিও!
অশ্লীল ফেইসবুক রীলস!
অশ্লীল ইমু গ্রুপ চ্যাট!
অশ্লীল ইমু ভিডিও!
ফেইসবুকে মেসেঞ্জারে অশ্লীল গ্রুপ!
অশ্লীল ব্লগ ভিডিও!
অশ্লীল ফেইসবুক গ্রুপ!

এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত, বর্তমান সমাজে যুবক যুবতিদের ভবিষ্যত অন্ধকার হয়ে যাচ্ছে!
বাংলাদেশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে, যারা এসব অশ্লীল ভিডিও র সাথে জড়িত আছে, বা জড়িত হচ্ছে! তাঁদের ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি, ও ভবিষ্যতে যাতে এসব নোংরা ভিডিও থেকে বিরত থাকে সে জন্য সতর্ক করে দেওয়ার অনুরোধ করতেছি!


More News Of This Category