,

ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম):   ঢাকা ও নয়াদিল্লি  দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে,  বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।আজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।বৈঠককালে  উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার উপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র  উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।নিউইয়র্কে জাতিসংঘের  ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা উভয়েই বাণিজ্যে আরও  সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও  উল্লেখ করেন।


More News Of This Category