,

জয়ের ধারায় ফিরতে চায় ইউনাইটেড

প্যারিস,  (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম/এএফপি) : বৃহস্পতিবার ইউরোপা লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে পোর্তো সফরে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ এরিক টেন হাগের ভবিষ্যত নিয়ে যাতে আরো একবার নতুন করে প্রশ্ন উঠতে না পারে সেজন্য ইউনাইটেডকে অবশ্যই এই ম্যাচে নিজেদের যোগ্যতার প্রমান দিতে হবে। রেকর্ড ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড প্রিমিয়ার লিগে এত বাজে শুরু এর আগে কখনই করেনি। এ পর্যন্ত ৬ ম্যাচে মাত্র সাত পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ১৩তম স্থানে রয়েছে রেড ডেভিলসরা। এই ম্যাচগুলোতে মাত্র পাঁচ গোল করার সুবাদে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেনি।
গত সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে টেন হাগের সাবেক ক্লাব টোয়েন্টের সাথে ১-১ গোলের ড্র দিয়ে ইউরোপীয়ান আসর শুরু করেছে ইউনাইটেড। এই ম্যাচের পর তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন বলেছিলেন, ‘মনে হচ্ছে আমরা পরাজিত হয়েছি।’
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক পারফরমেন্সের পর ইউরোডে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র এক জয় আছে ইউনাইটেডের। গত রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হবার পর টেন হাগ আরো একবার দলে ভাগ্য ফেরানোর জন্য সময় চেয়েছেন। কিন্তু একইসাথে এই ডাচম্যান স্বীকার করেছেন প্রত্যাশিত মানের তুলনায় তার দল অনেকটাই দূরে রয়েছে। এ সম্পর্কে টেন হাগ বলেন, ‘আমাদের অবশ্যই স্থিতিস্থাপকতা দেখা হবে। কারন এটি যথেষ্ঠ ভাল নয়। দলের সকলের এই ব্যর্থতা মেনে নিতে হবে। এই মুহূর্ত থেকে আমাদের আরো ভাল খেলার চেষ্টা করতে হবে। প্রতিটি দিনই নতুন, প্রতিটি ম্যাচই ভিন্ন। আমি ড্রেসিংরুমে তাদের এই কথাটাই সবসময় বোঝানোর চেষ্টা করি। কালকের দিনটা সম্পূর্ণ নতুন। আমাদের অবশ্যই পরাজয় থেকে শিক্ষা নিতে হবে, অবশ্যই ভাল খেলার পথ খুঁজে বের করতে হবে। আমি এখন শুধুমাত্র পোর্তোর ম্যাচের উপর গুরুত্ব দিচ্ছি। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ এখন অতীত। সবকিছু পিছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আবারো নতুন করে শুরু করতে হবে। মৌসুম মাত্র শুরু হয়েছে, এখনো অনেক ম্যাচ খেলার বাকি।’কোবি মেইনু ও ম্যাসন মাউন্টের ইনজুরির মাত্রা খুঁজে বের করার অপেক্ষায় আছেন টেন হাগ। ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস পোর্তোতেই বেড়ে উঠেছেন এবং তরুন বয়সে তিনি স্থানীয় প্রতিদ্বন্দ্বী বোভিস্টার হয়ে খেলেছেন। যে কারনে পোর্তো সম্পর্কে অন্যান্য অনেক খেলোয়াড়ের থেকে তিনি বেশী জানেন। পোর্তো নরওয়ের ক্লাব বোডো/গ্লিমেটের বিপক্ষে ৩-২ গোলের পরাজয় দিয়ে ইউরোপা লিগ মিশন শুরু করেছে। ইউনাইটেড টিভিকে ফার্নান্দেস এ সম্পর্কে বলেছেন, ‘এই দলটি ইউরোপে সবসময়ই ভাল খেলে, এ ব্যপারে আমাদের সতর্ক থাকতে হবে। গত কয়েক ম্যাচে তারা দারুনভাবে উন্নতি করেছে। যদিও ইউরোপা লিগের প্রথম ম্যাচে পোর্তো হেরে গেছে। এখানে আমরা একটি অত্যন্ত কঠিন ম্যাচ প্রত্যাশা করছি। কিন্তু জয়ের জন্যই আমরা মাঠে নামবো। কারন সবকিছু নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’এদিকে আগামীকাল টটেনহ্যামও ইউরোপা লিগ খেলতে মাঠে নামছে। ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে জয়ের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে স্পার্সরা। দলীয় অধিনায়ক সন হেয়াং-মিন হ্যামস্ট্রিং ইনজুরির কারনে সাইডলাইনে আছেন। প্রায় পুরোটা সময় ১০জন নিয়ে খেলেও কারাবাগের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে ইউরোপা লিগ শুরু করেছে টটেনহ্যাম। আগামীকাল হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোস সফরকে সামনে রেখে কোচ আনগে পোস্তেকোগ্লু বলেছেন, ‘কোন কিছুই পরিবর্তিত হয়ে যায়নি। আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব সেটাই করতে হবে। এখনো অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে ভাল দিক হচ্ছে পুরো দলই নিজেদের উন্নতির বিষয়টিতে অনেক বেশী গুরুত্ব দিচ্ছে।’


More News Of This Category