রাঙ্গামাটি, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিপাদ্যে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা,জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শহরের হ্যাপী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি র্যালী অনুষ্ঠিত হয়।