(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): হিজবুল্লাহ শনিবার ভোরের দিকে বলেছে, তারা লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে চলমান সংঘর্ষে নতুন করে ইসরায়েলি সৈন্যদের পিছু হটতে বাধ্য করেছে।বৈরুত থেকে এএফপি জানায়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের শত্রু সৈন্যদের আদায়েসেহ পৌর এলাকার আশেপাশে অগ্রসর হওয়ার একটি নতুন প্রচেষ্টা প্রতিহত করে, সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর আগে গ্রুপটি একটি বিবৃতিতে জানিয়েছিল, তাদের যোদ্ধারা ইসরায়েলিদের সৈন্যদের একই এলাকায় “পিছু হটতে” বাধ্য করে।