,

প্রধান বিচারপতির সঙ্গে ২০ অক্টোবর আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

খাদেমুল আজাদ :

সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে আগামী ২০ অক্টোবর সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবনের ইনার গার্ডেনে এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এর সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ সৌজন্য সাক্ষাতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘ অবকাশ শেষে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া এখানে একটি রেওয়াজ।আইনজীবীরা জানায়, বার ও বেঞ্চের সোহার্দ্য সৃষ্টির ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখে।


More News Of This Category