,

গাজীপুর মহানগরীর গাছা থানা ৫ ডাকাতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি,(এবিসি ওয়ার্ল্ড নিউস ২৪ ডটকম):

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও বাসন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার ৫ আসামীকে গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। এ ঘটনায় বুধবার বিকেলে গাছা থানায় প্রেস ব্রিফিং করেছেন গাজীপুর মহানগরীর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন- গাছা থানা পুলিশ বুধবার অভিযান পরিচালনা করে কোনাবাড়ি থানা এলাকা থেকে টাঙ্গাইলের ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মোঃ জয়েন উদ্দিনের ছেলে মোঃ আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোঃ জীবন মিয়া (৩৫), টাঙ্গাইলের নাগরপুর থানার উলাডাব গ্রামের মোঃ রফেতুল্লাহ মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (৪৫) এবং বাসন থানা এলাকা হতে যশোরের মনিরামপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইস্রাফিল হোসেন নয়ন (২৫), ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ রাজিব হোসেন (২৪) কে আটক  গ্রেফতার করা হয়।

উপ-কমিশনার আলমগীর হোসেন আরো বলেন- ১৫ই অক্টোবর ২০২৪ সালে রাত ০৩.১৫ ঘটিকার সময় গাছা থানাধীন ভাড়ারীপাড়া সাকিনস্থ ইউরো নিট ওয়্যার লিমিটেড কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।  ডাকাতরা ৫ হাজার ৯ শত ৯৬ কেজি নিট ফেব্রিক্স লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য ৫০ লক্ষাধিক টাকা। পুলিশ অভিযানে গ্রেফতারকৃতদের দখল থেকে ওই মালামাল উদ্ধারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন- গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পুলিশের এডিসি হাসিবুল, এসি ফাহিম আজগর ও গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ।


More News Of This Category