,

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা,(এবিসি ওয়ার্ল্ড নিউ ২৪ ডটকম) : শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমেন থাকছেন- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগ সামলাবেন মেহেদি হাসান মিরাজ ও  রিশাদ হোসেন।আফগানিস্তানের হয়ে অভিষেক হচ্ছে ওপেনার সেদিকুল্লাহ আতালের। দেশের হয়ে ৬ টি-টোয়েন্টিতে ৭২ রান করেছেন তিনি।আফগানদের বিপক্ষে এ পর্যন্ত ১৬টি ওয়ানডে খেলে ১০টিতে জয় এবং ২টিতে হার আছে বাংলাদেশের। ২০২৩ সালে আফগানিস্তানের সাথে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো টাইগাররা। ঘরের মাঠে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গোলিয়া খারোতে, ফজলহক ফারুকি।


More News Of This Category