ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম) : চলতি মাসেই বাংলাদেশ সফরকে সামনে রেখে দুই ফরম্যাটের জন্য পৃথক-পথক নারী দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এবারের বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। দুই ফরম্যাটেই আইরিশদের ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন গ্যাবি লুইস। নিয়মিত অধিনায়ক হিসেবে এটাই প্রথম সফর লুইসের। এই দলের খেলোয়াড়দের গড় বয়স ২৩। এদিকে সদ্যই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, মিরপুরে ওয়ানডে এবং সিলেটে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। মিরপুরে ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭ ও ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ ২০২২-২৫ মৌসুমে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে- ৫,৭ ও ৯ ডিসেম্বর। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড নারী দল। সিরিজ শেষে ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে আইরিশরা। আয়ারল্যান্ড নারী ওয়ানডে দল : গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্গেন্ট, এলিস টেক্টর।আয়ারল্যান্ড নারী টি-টোয়েন্টি দল : গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্গেন্ট, রেবেকা স্টোকেল।