,

জাপান-বাংলাদেশ চেম্বারের সভাপতি তারেক রফি – সম্পাদক মারিয়া

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম) : জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর ২০২৪-২০২৬ মেয়াদে সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন) এবং সাধারণ সম্পাদক মারিয়া হাওলাদার সহ ১৬ সদস্যের একটি পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে।একই মেয়াদের জন্য সংগঠনটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার শহীদ ও হিরোকি ওরা। এছাড়াও কোষাধ্যক্ষ কেনজি কিমুরা, যুগ্ম সাধারণ সম্পাদক ইউজি আন্দো এবং সহ- কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সরদার নির্বাচিত হয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মেয়াদের জন্য সংগঠনটির পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন একেএম আহমদুল ইসলাম বাবু, আতসুশি হিরাকুরি, হেরোশি উয়েগািক, মানাবু সুগাওয়ারা, মো. শরিফুল আলম, মোহাম্মদ সোহেল, নাঈমুর রহমান, রবিউল আলম, সাওরি ফুজিমোটো।২৭ অক্টোবর ও ৬ নভেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ৭১টি জাপানি কোম্পানি সদস্য সহ ৩১৩ সদস্যের মধ্যে ভোটিং প্রক্রিয়াতে ৬১.৯৮ শতাংশ ভোটারের অংশগ্রহন ছিলো।২০০৪ সালে প্রতিষ্ঠিত, ‘জাপান-বাংলাদেশ চেম্বার’ জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতক সহযোগিতা এবং পারস্পরিক প্রবৃদ্ধি জোরদারের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্থা। চেম্বারটি সদস্যদের একটি শক্তিশালি নেটওয়ার্কের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময় ও প্রচারের জন্য নিবেদিত।


More News Of This Category