,

জন্মদিনে বুবলীর সবার ভালবাসা আর দোয়ায় চাই

  ঢাকা,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম):  হালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ইতোমধ্যে ফিল্মপাড়ায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন এই লাস্যময়ী। সংবাদ পাঠিকা থেকে ঢাকাই ছবির নায়িকা হয়ে বাজিমাত করা এই অভিনেত্রীর জন্মদিন আজ।জাঁকজমকভাবে নয়, বরাবরের মতোই নিজের পরিবারের সাথে জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করে নেবেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম কে এমনটাই জানালেন বুবলী।তিনি বলেন, আমার জন্মদিন কখনোই জাঁকজমকভাবে পালন করি না। জন্মদিনে আব্বু মসজিদে মিলাদের আয়োজন করেন, আমার নামে দোয়া করানো হয়। পছন্দের খাবার রান্না করেন আম্মু। আর ভাই বোনেরা উপহার দিয়ে সারপ্রাইজ দেয়।তবে এবারের জন্মদিনে শুটিংয়ের ব্যাস্ততাও থাকবে কিছুটা। বুবলী বলেন, শুটিং সেটে থাকলে শুটিংয়ের সবাই মিলে কেক এনে উইশ করে চমকে দেয়। এবারও হয়ত তেমনটাই থাকবে। অর্থাৎ বাসা এবং শুটিং স্পট, দুই জায়গায় দুই রকম ভাবে কাটবে জন্মদিনে।বুবলী আরও জানান, তাঁর জীবনে সবচেয়ে আদরের ও বিশেষ মানুষ সন্তান শেহজাদ খান বীর। তাঁর সাথে তিনি জন্মদিনটা বিশেষ ভাবে উদযাপন করেন, তাই এবারও ব্যতিক্রম হবে না।এছাড়া সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বুবলী বলেন, আমার সাংবাদিক ভাই-বোনেরা, পরিচালক, প্রযোজক, সহশিল্পীসহ আমার প্রিয় ভক্তরা জন্মদিন নিয়ে যেভাবে মন ভরে ভালোবাসা দিয়ে উইশ করে, এটা সত্যি অকল্পনীয়। আমি চিরকৃতজ্ঞ সবার প্রতি। এভাবেই সারাজীবন সবার ভালবাসা আর দোয়ায় থাকতে চাই।


More News Of This Category