,

পাচারের শিকার ২৪ জন কে ফিরিয়ে দিল ভারত

বেনাপোল,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): দেশে ফিরে এসেছে ভারতে পাচারের শিকার ২৪ জন নারী ও পুরুষ। বুধবার বিকেলে তাদেরকে বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।বাংলাদেশের হয়ে এসময় তাদের গ্রহণ করেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।  বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া, সেকেন্ড অফিসার নয়ন রয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের এবং রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন ও তৌফিকুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।প্রত্যাবাসিতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১১জন নারী রয়েছেন। এদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, পটুয়াখালী, বাগেরহাট, লালমনিরহাট এবং ঢাকা জেলায়।বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, প্রত্যাবাসিতরা পাচারের শিকার হয়েছিলেন। তাদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নয়জন করে, জাতীয় মহিলা আইনজীবী সমিতি পাঁচজনকে এবং এসিডি রাজশাহী একজনকে জিম্মায় নিয়েছে।রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সার্ভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেয়া হবে। এর আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে শেল্টারহোমে রাখা হবে।


More News Of This Category