ঢাকা,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ এর মিটিং অনুষ্ঠিত: পরিষদের অস্থায়ী কার্যালয় শাহ আলী মার্কেট দশ তালায়:উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, পরিচালনায় ছিলেন ডাঃ এম সাইফুল আলম,খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ এর মিটিং এ উপস্থিত ছিলেন খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ এর আহবায়ক লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোর্তজা আলম বুলবুল,সদস্য সচিব: ডাঃ এম সাইফুল আলম, নির্বাহী সদস্য :সিরাজুস সালেহীন তৌহিদ, সদস্য: কাউছার বাচ্ছু,সদস্য: ডাঃ বিপ্লব, সদস্য:এ্যাডভোকেট, আক্তারুজ্জামান, সদস্য: কামরুজ্জামান সদস্য: এবিএম রেজানুল হক(মানিক,) সদস্য: হাসনা হেনা সহ অন্যান্য সদস্যবৃন্দ