সুনামগঞ্জ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম) : জেলায় আজ শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিজয় মেলা-সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসের সূচনায় আজ সোমবার সকাল সাড়ে ৬ টায় সুনামগঞ্জ জেলা কালেক্টরেট চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন, মহান বিজয় দিবসে উপলক্ষে জেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বেলা সোয়া ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা এবং বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে, সকাল ১০টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান প্রমুখ।
এবারের বিজয় মেলায় মোট ২৮টি স্টল বসেছে।