সাভার প্রতিনিধি,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): ১৬ ডিসেম্বার মহান বিজয় দিবসে ঢাকা প্রেস ক্লাবের পক্ষে থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। আজ ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে সাভারের নবীনগর জাতীয় স্মৃতি সৌধে স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই – আগস্ট গণঅভ্যুথানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম কে বলেন,বিজয়ের ৫৩ বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। আমরা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে, আমরা আমাদের বিজয়ের প্রকৃত সুফল অর্জন করতে পারব। এ সময় তিনি আরো বলেন,অনেক নিরঅপরাধ সাংবাদিক কে অহেতুক মামলা দিয়ে হয়রানি করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অন্তর্র্বতী সরকারের কাছে দাবী অহেতুক যেন কোন সাংবাদিকদের মামলায় জড়ানো না হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক এ মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,মোঃ শামীম আহম্মেদ,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা,মোঃ হাবিবুর রহমান,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান,মোঃ সোহেল রহমান,কার্যকারী সদস্য মোঃ রিপন মিয়া,মোঃ মোফাজেল হোসেন রাজু,মোঃ আজাহার আলী,মোঃ ইউনুস আলী,মোঃ মুনসুর,মোঃ বাবুল,মোঃ মিজানুর রহমান,মোঃ আল-আমিন,মোঃ মান্না,মোঃ সোহেল সরকার,মোঃ আনোয়ার, মোঃ আসিব ও জুয়েনা জান্নাত এশা প্রমুখ। এ সময় নেতৃবৃন্দরা বলেন,১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র। দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আজকের এ মহান দিনে আমরা সে সব শহীদ বীর সেনা ও জুলাই-২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আজকের এ দিনে আমি আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহিদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দরা আরো বলেন, স্বাধীনতার যুদ্ধে নিহত বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যে সব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা।