এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : শখের বসে দুই লাইন ‘আইলারে নয়া দামান’ গেয়ে টিকটক বানাতে গিয়ে মেলে তুমুল জনপ্রিয়তা। পরে প্রবাসী শিল্পী মুজার সহায়তায় পুরো গানটি আপলোড করা হয় ইউটিউবে। সেই গানের গায়িকা ছিলেন তোশিবা। এবার ঈদকে সামনে রেখে তোশিবা নতুন গান নিয়ে এসেছে। তার নতুন গানের শিরোনাম ‘সিলেটি ফুরি’। । সেই গানের গায়িকা ছিলেন তোশিবা। এবার ঈদকে সামনে রেখে তোশিবা নতুন গান নিয়ে এসেছে। তার নতুন গানের শিরোনাম ‘সিলেটি ফুরি’। গানটি লিখেছেন নির্মল দাস। সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজনে আকাশ মাহমুদ। ইতোমধ্যেই গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা ও আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ। গানটির বিষয়ে তোশিবা বলেন, “একজন সিলেটি মেয়ে হয়ে গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মিষ্টি কথা, সুর ও অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।”