এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর সিলেটে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সিলেট মহানগরীতে মোট ৪৪৪টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সিলেট জেলা ও বিভিন্ন উপজেলায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করা হয়। গত দুই বছর করোনার কারণে খোলা মাঠে কিংবা কোন ঈদগাহে জামাতে ঈদের নামায, কুলোকুলি অনুষ্ঠান সম্ভব হয়নি। এবার করোনার সংক্রমণ কমে যাওয়ায় এবং কোন বিধিনিষেধ না থাকায় ঈদের আনন্দ ফিরছে পূর্ণ মাত্রায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সিলেট নগরির সবচেয়ে বড় ঈদগাহ ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান ও আশপাশ এলাকা। এতে ইমামতি ও খুৎবা পেশ করেন করেন শেখ বাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী-পীর সাহেব বরুণা। শাহী ঈদগাহ প্রধান জামাতে উপস্থিত ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রশাসনের পদস্থ কর্মকর্তা রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের জামাত শেষে সেখানে মুসলিম উম্মাহর সুখ শান্তি ও দেশের অব্যাহত অগ্রযাত্রা ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। নামাজের আগে বয়ান পেশ করেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর। হযরত শাহপরাণ (রহঃ) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায়, সিলেট জেলা প্রশাসক কার্যালয় এর সামনে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। নামাজ ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম। সিলেট নগরির প্রাণকেন্দ্র বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স জামে মসজিদ, টিলাগড় মাদানী ঈদগাহ, জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদ, সিলেট রেজিস্টারি মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এছাড়াও সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ, নগরীর রিকাবীবাজারস্থ মধুশহীদ জামে মসজিদ, তেলিহাওর জামে মসজিদ ও মদিনা মার্কেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও দক্ষিণ সুরমার ঐতিহাসিক সিলাম শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টা ও ৯টায় পৃথক দুইটি জামাত অনুষ্ঠিত হয়। এদিকে নির্বিঘœভাবে ঈদের জামাত আদায় করতে সিলেটের অগুরুত্বপূর্ণ ঈদগাহ ও অন্যান্য স্থানে আইনশৃঙ্খলাবাহীনির তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল সকাল সাড়ে ৬টা থেকে সিলেট নগরীতে এসএমপির পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জানান, সিলেট মহানগরীর ৬টি থানা এলাকায় পবিত্র ঈদুল ফিতরের মোট ৪৪৪টি জামাত শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়।