,

বৃদ্ধাশ্রমে রাখলেন মা-বাবাকে অভিনব যুক্তি সুদীপ্তার!

মা দিবসের দিন আবারও উঠে এল বৃদ্ধাশ্রম-বিতর্ক! অভিনেতা সপ্তর্ষি রায় সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধাশ্রম নিয়ে একটি পোস্ট করলে সেখানে বৃদ্ধাশ্রমের পক্ষে কথা বলে বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সপ্তর্ষি রায় পোস্টে লেখেন, ‘‘বলছিলাম, সবাই যদি মাকে এত ভালোবাসেন তাহলে বৃদ্ধাবাসগুলোতে কারা থাকেন?! তাঁদের ছেলেমেয়েরা বোধহয় কেউই এই ফেবুপাড়ায় নেই!!’’ সপ্তর্ষির পোস্টে বেশিরভাগই যখন তাকে সমর্থন করছিলেন, তখন সুদীপ্তা বলে বসেন উল্টো কথা।  পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে সুদীপ্তা মন্তব্য করেন, ‘‘বৃদ্ধাবাসের সঙ্গে মা-বাবাকে না ভালোবাসার কোন সম্পর্ক কিন্তু নেই । আজকের নিউক্লিয়ার ফ্যামিলির দায়িত্ববান ছেলে-মেয়েরা বাবা-মাকে বৃদ্ধাবাসে রাখেন তাদের সুবিধার জন্যই। আমরা সারাদিন কাজের পিছনে ছুটব, টাকা রোজগার করব, বাচ্চা মানুষ করব, নানান দায়িত্ব পালন করব সারাদিন.. ‘‘আর মা-বাবা একা একা বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখে একাকিত্ব কাটানোর ব্যর্থ চেষ্টা করবেন, কোনও এমার্তেজেন্সিতে দায়িত্ববান কাউকে তক্ষুণি আশেপাশে পাবেন না… এমন অবস্থায় রেখে দেওয়ার চেয়ে অনেক স্বাস্থ্যকর হল সমবয়সী আরও অনেকগুলো মানুষের সঙ্গে অবসর জীবন কাটানো। দরকারে, মেডিক্যাল এমারজেন্সিতে পাশে সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন পাওয়া অনেক বেশি জরুরি।’’


More News Of This Category