,

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

 (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. মাসুদ রানার (৩৭) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।  বুধবার (৮ জুন) ভোর রাতে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে মাসুদ রানার।মাসুদ রানার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার। জানা যায়, মাসুদ রানা জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।  এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার বলেন, “মাসুদ রানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। বুধবার রাত ৪টার দিকে মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”


More News Of This Category