,

সংসদে বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল ২০২২ পাস

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): জাতীয় সংসদে আজ বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল, ২০২২ পাস করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন বিকাশে ১৯৭২ সালের মূল আইন আরো যুগোপযোগী করতে কতিপয় বিধান সংযোজন করে বেশ কিছু সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে। এরমধ্যে পর্যটন বোর্ডের চেয়ারম্যান পদটি আলাদা করার বিধান করা হয়েছে। বিদ্যমান আইনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানই পদাধিকার বলে এ দায়িত্ব পালন করতেন।  এছাড়া বিলে পর্ষটকের সংজ্ঞায় সংশোধনী এনে নতুন সংজ্ঞা আনা হয়। বিলে পর্ষটন করপোরেশনের মুলধন বৃদ্ধি, এ খাতে বিনিয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সংশোধনী আনা হয়েছে। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ,রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই,বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধন প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
এছাড়া আজ সংসদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন এবং বিশেষাধীকার) বিল, ২০২২ উত্থাপন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।  পরে পরীক্ষা- নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।


More News Of This Category