ভোলা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) : জেলায় আজ সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো: নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, আনোয়ার হোসেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বরিশাল ইউনিসেফ’র শিশু সুরক্ষা কর্মকর্তা আব্দুল জলিল।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়।