,

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টের আনন্দ উৎসব অনুষ্ঠিত

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম): প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন  উপলক্ষে পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট রাঙামাটিতে আনন্দ উৎসবের আয়োজন করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকন্যার ৭৫তম জন্মবার্ষিকী ।

শনিবার রাঙামাটি ক্ষুদ্র-নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে এ আনন্দ উৎসব উদযাপিত হয়। এতে গুর্খা, পাংখোয়া, চাক, খিয়াং, ককবরক, অহমিয়া, তঞ্চজ্ঞ্যা, ম্রো, বম ও চাকমা ভাষায় কবিতা আবৃত্তি করেন মনোজ বাহাদুর গুর্খা, লাল সোয়াক পাংখোয়া, অংছাইন চাক, থোইছাপ্রু খিয়াং, মুকুল কান্তি ত্রিপুরা, পংকজ আসাম, শুদ্ধধন তনচংগা, সিং খুমী, রেং ইয়ং ম্রো, জিং মুন বম ও কবি মৃত্তিকা চাকমা।
শেখ হাসিনাকে নিবেদিত কবি আনিস মুহম্মদ রচিত গীতসমূহে সঙ্গীত বিশারদ মনোজ বাহাদুর গুর্খা সুরারোপ করেন এবং রাঙ্গামাটি সুর নিকেতন শিল্পীবৃন্দ দশটি গান পরিবেশন করে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত কবিতা অবলম্বনে প্রস্তুতকৃত শাড়ির উপর নির্মিত “তুমি ভূমিকন্যা” শীর্ষক একটি মনোমুগ্ধকর কাব্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
সাবেক সংস্কৃতি সচিব কবি আজিজুর রহমান আজিজ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয় এ্যালামনাই নিউজ এর এডিটর আলী নিয়ামত, প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: শেখ সাদি, কবি আসলাম সানী, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ প্রমুখ।
পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট এর সেক্রেটারি জেনারেল আনিস মুহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  মুজিবুল হক বুলবুল।
উল্লেখ্য, পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিবেদিত ১০০টি কবিতা ৭১টি ভাষায় অনুবাদ করে ৫২টি কাব্য সংস্করন প্রকাশ করেছে। এগুলোর মধ্যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ৩৯ টি ভাষার সংস্করন রয়েছে।


More News Of This Category