(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :
প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, সানি দেওল, মিঠুন চক্রবর্তী। ছবির নাম ‘বাপ’। অ্যাকশন থ্রিলার ছবিটির পরিচালক বিবেক চৌহান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চলতি মাসেই শুরু হতে পারে এ ছবির শুটিং। প্রথমে মুম্বাইতে কাজ শুরু হবে। যৌথ প্রযোজনায় জি স্টুডিও ও আহমেদ খান। চার মহারথীর তারিখ পেতেও অসুবিধা হয়নি প্রযোজক-পরিচালকের।
ছবির আনুষ্ঠনিক ঘোষণা না হলেও গুঞ্জন ছড়িয়েছে, ২০২৩-এ ছবি মুক্তির কথা ভেবে রেখেছেন প্রযোজক।
আশির দশকে মুম্বাইয়ের অ্যাকশনধর্মী ছবিতে একচেটিয়া ছিলেন জ্যাকি, সঞ্জয়, সানি, মিঠুন। এবার এক ছবিতে একসঙ্গে চারজনই। ভক্ত-অনুরাগীরা মনে করছেন, এ ছবি ভেঙে দেবে পুরোনো সব অ্যাকশনধর্মী ছবির রেকর্ড!
এরআগে চার অভিনেতাকে পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তবে জুটি বাঁধতে দেখা গেছে বেশকিছু ছবিতে। ‘যোদ্ধা’ ছবিতে সঞ্জয় দত্ত ও সানি দেওল একসঙ্গে কাজ করেছেন। জ্যাকি ও সঞ্জয় ছিলেন ‘খলনায়ক’ ছবিতে। সানি ও জ্যাকি শ্রফকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে। পর্দা ভাগ করেছেন মিঠুন আর সানি দেওল।
বলিউডের এ চার সুপারস্টারের অ্যাকশন ছবির জনপ্রিয়তাই বলে দেয়, ভক্তরা তাদের সেভাবেই পর্দায় দেখতে ভালোবাসেন। ফলে বড়সড় ধমাকার অপেক্ষায় বলিপাড়া।