,

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে যুক্তরাজ্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস তামার’ সাত দিনের শুভেচ্ছা সফরে আজ রোববার চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে।
এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়।
কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজের অধিনায়ককে স্বাগত জানান।
এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফে›স এ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাজের অধিনায়ক কমান্ডার এলিয়ট-সি¥থ টেইলোরের নেতৃত্বে ১৬ কর্মকর্তাসহ ৫৯ সদস্য এই সফরে রয়েছেন।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের উধর্¡তন প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়া জাহাজটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা নির্ভীক, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি), বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।
এরআগে জাহাজটি বাংলদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক তাদেরকে স্বাগত জানায়।
জাহাজটির এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
সাত দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে।


More News Of This Category