,

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে : আনিসুল

ব্রাহ্মণবাড়িয়া, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।
আজ সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের একটি সংবিধান আছে এবং  সেখানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পথ সুস্পষ্টভাবে বলা আছে। তাই সংবিধান অনুযায়ী দেশের আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আনিসুল হক আরও বলেন, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল যেকোনো রাজনৈতিক কর্মকান্ড চালাতে পারে। তিনি বলেন, এ ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, কারণ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
আইনমন্ত্রী সকালে আখাউড়ায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
তিনি কসবায় যাওয়ার পথে রাধা নগর এলাকার হাজী মহল্লায় সম্প্রতি পুনর্নির্মিত মসজিদ নুর উদ্বোধন করেন।


More News Of This Category