,

রুদ্রাক্ষের মালা-পরনে ধুতি, স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় বিরাট?

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

বিরাটের গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি। স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহাকাল মন্দিরে তারা দিলেন পুজা। শাড়ি পরে বিরাটের সামনে বসে ছিলেন তার স্ত্রী অনুষ্কা শর্মা। মহাকাল মন্দিরে তারা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে।

অনুষ্কা একদম মন্দিরের মূল দরজার সামনে বসে ছিলেন। গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। তার পাশে বিরাটকে সাদা ধুতি গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে মন্দির চত্বরে তাদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা যায়। অনুষ্কা জানান, মহাকালের মন্দিরে তাদের দর্শন ভাল হয়েছে।  কিছুদিন আগে এই মন্দিরে পুজো দেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল।

এর আগে নববিবাহিত দম্পতি কেএল রাহুল এবং আথিয়া শেট্টি মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন । মন্দিরে আরতি করে আশীর্বাদ কামনা করেন এই সেলেব দম্পতি।


More News Of This Category