(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :
চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় আজ প্রদান করা হল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’। চলচ্চিত্রের ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হয়েছে শিল্পীদের। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনা জলের কাব্য’। এই শাখায় পুরস্কার গ্রহণ করেন সিনেমা দুটির প্রযোজক মাতিয়া বানু শুকু ও রেজওয়ান শাহরিয়ার সুমিত। একই সঙ্গে সেরা সিনেমা পরিচালক হিসেবেও ‘পুরস্কার গ্রহণ করেন তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত।
এবার যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ মীর সাব্বির (রাতজাগা ফুল) ও সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা)
২০২১ সালে সিনেমায় অভিনয় করার জন্য যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহন করেন আজমেরী হক বাঁধন ও তাসনোভা তামান্না। বাঁধন ‘রেহানা মরিয়নম নুর’ এর জন্য তাসনোভা ‘নোনাজলের কাব্য’ সিনেমার জন্য পুরস্কার পান।বিষয় : জাতীয় চলচ্চিত্র পুরস্কার মীর সাব্বির সিয়াম আহমেদ