,

শফিক সাগর নিজ জেলা ফরিদপুর গড়ে তুলেছেন শুটিং স্পট

ফরিদপুর প্রতিনিধ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

ফরিদপুর জেলা মধুখালী থানায় গড়ে উঠেছে একটি শুটিং স্পট ।
গ্রামের ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরছেন মধুখালীর কৃতি সন্তান ।
তরুণ পরিচালক শফিক সাগর ।
শফিক সাগর উনার নিজ গ্রাম মির্জাকান্তিতে গড়ে তুলেছেন একটি শুটিং স্পট
আমাদের একটি সাক্ষাৎকারে পরিচালক শফিক সাগর বলেন।


এখানে বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা এসে এই মধুখালী মধুর পরিবেশে নিয়মিত নাটক এবং শর্ট ফিল্মে অভিনয় করছেন।
আমাদের গ্রাম মির্জা কান্তিতে যে সকল অতিথি শিল্পীরা এসে নিয়মিত অভিনয় করেন উনারা আমাদের গ্রামের মনোরম পরিবেশ দেখে সকলে মুগ্ধ। একবার যে অভিনয় শিল্পী এই গ্রামে এসে অভিনয় করেন ।
এই গ্রামটিকে যেন সবাই আপন করে নেয় ।
শুটিং শেষে অনেকেই ১,২ দিন থেকে, আমাদের এলাকা দিয়ে ঘুরে বেড়ান।
আমাদের মধুখালীর মানুষ অতিথি পরায়ণ এখানে না আসলে অনেকেই সেটা জানতে পারতেন না।
শফিক সাগর আরো বলেন।
ছোট্টবেলা থেকেই গান কবিতা লিখতে লিখতে একটা সময় মিডিয়া জগতে পা রাখেন ।
প্রথমে টুকিটাকি অভিনয় করলেও পরবর্তীতে নাটক শর্ট ফিল্ম পরিচালনা শুরু করেন ।
সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে শফিক সাগরের পরিচালনায় ।


দশ হাজারেরও বেশি শর্ট ফিল্ম ও নাটক রয়েছে। পাশাপাশি কিছু টিভি নাটক ও পরিচালনা করেছেন।
শফিক সাগরের পরিচালিত নাটক ও শর্ট ফিল্মগুলো বেশ জনপ্রিয় হওয়ায় ।
নিজ গ্রামে শুটিং স্পট গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তাইতো আজ শফিক সাগরের সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখানে শুটিং চলাকালীন দূর-দূরান্ত থেকে লোকজন আসে শুটিং দেখতে।
মির্জাকান্দি গ্রাম যেন এখন হয়ে গেছে একটি তারার মেলা ।


এখানে বাংলাদেশের কমেডিয়ান থেকে শুরু করে চলচ্চিত্রের নামিদামি সব শিল্পীরা নিয়মিত নাটক এবং শর্ট ফিল্মে অভিনয় করার জন্য ছুটে আসে।

 


More News Of This Category